লন্ডনে রিয়ালের গ্যালাকটিকো যুগের তিন

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো যুগের তিন তারকা রোনাল্ডো, রবার্তো কার্লোস ও ডেভিড বেকহ্যাম। তিনজন একসঙ্গে মাঠ মাতিয়েছেন অনেকদিন। তাদের হাত ধরে রিয়াল জিতেছে বেশ কয়েকটি শিরোপা। রিয়ালের সেই গ্যালাকটিকোরা লন্ডনে মিলিত হয়েছেন বৃহস্পতিবার। রিয়ালে একসঙ্গে খেলার দশ বছর পর বেকহ্যাম, রোনাল্ডো ও কার্লোসের পুনর্মিলনী হল। তিনজনের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ডেভিড বেকহ্যাম। সেখান থেকে সেই ছবি শেয়ার করেছে রিয়াল মাদ্রিদও।

ডেভিড বেকহ্যাম ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালে খেলেন। রোনাল্ডো খেলেন ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত। এরপর তারা দু’জনই যোগ দেন এসি মিলানে। রবার্তো কার্লোস ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত মাঠ মাতান লস ব্লাঙ্কোসদের হয়ে। ২০০৭ সালে কার্লোস যোগ দেন তুরস্কের ক্লাব ফানেরবাখে।

তাদের আমলে রিয়াল তিনবার লা লিগার শিরোপা জিতেছে। দুইবার হয়েছে রানার্স-আপ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে একবার সেমিফাইনাল, একবার কোয়ার্টার ফাইনাল ও তিনবার শেষ ষোলোতে খেলেছে রিয়াল। কোপা দেল রেতে একবার ফাইনাল (রানার্স-আপ), একবার সেমিফাইনাল, একবার কোয়ার্টার ফাইনাল খেলেছে রিয়াল।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত রোনাল্ডো ছিলেন স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা।