
আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতের এ হামলায় সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
তিন হামলাকারীরা মধ্যে একজনের বাসা পূর্ব লন্ডনের বার্কিংয়ে। তার ফ্লাটে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্কিংয়ের ওই ফ্লাটে রোববার সকালে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরণ ঘটায় পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, বাকিংয়ের হামলাকারী যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তিনি তিন বছর ধরে দুই সন্তানসহ পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন