লর্ডস, ম্যানচেস্টারের পর মিরপুর

ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ টেস্টে তামিম ইকবাল কমপক্ষে একটি হাফ সেঞ্চুরি করেছেনই। ষষ্ঠ ম্যাচে না করলে কি চলে? তাও আবার ম্যাচটি হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় স্টেডিয়াম মিরপুর শের-ই-বাংলায়।

এবার হাফ সেঞ্চুরি না, তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি।

মঈন আলীর বলে কভারে বাউন্ডারি মেরে ৯৩ থেকে ৯৭-এ পৌঁছান তামিম। পরের বলে মিড অন দিয়ে একই শটে খেলে বল বাউন্ডারিতে পাঠিয়ে তামিম ইকবাল তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার অতিক্রম করেন।

টেস্ট তামিমের প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে তার গড় রান ৬৮.১০। রানের চাকার মতোই গড় রান দিনকে দিন বেড়েই চলছে। লর্ডস, ম্যানচেস্টারের পর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন ঢাকায়।

ঢাকা টেস্টে শুক্রবার শুরুর দিকে তামিম ছিলেন রক্ষণাত্মক। ২০তম বলে পান প্রথম রানের স্বাদ। উইকেটে সেট হতে সময় নিলেও তামিম পরে ফিরে আসেন স্বরূপে। পরের ১৯ বলে আসে ১১ রান। এর পরই দৃশ্যপট পাল্টে যায়।

১২ বলের ব্যবধানে হাঁকান ৬টি বাউন্ডারি। ক্রিস ওকস, মঈন আলী ও জাফর আনসারিকে শাসন করেন নিজের মতো করে। ক্রিস ওকসের এক ওভারে ৩টি ও অভিষিক্ত আনসারির প্রথম ওভারে ২টি বাউন্ডারির স্বাদ নেন দেশসেরা ওপেনার। দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ৬০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি তুলে নিতে আরো ৭৩টি বল খেলেন বাঁহাতি এ ওপেনার।

সেঞ্চুরির পথে তামিমকে দুবার রিভিউয়ের মুখোমুখি হতে হয়। ১৪তম ওভারের শেষ বলে মঈন আলী এলবিডব্লিউর আবেদন করেন। আম্পায়ার কুমার ধর্মাসেনা সাড়া না দেওয়ায় কুক রিভিউ চান। রিভিউয়ের আবেদন ভেস্তে যায় ইংল্যান্ডের। তখন তামিমের রান ৪৭। মধ্যাহ্ন বিরতির আগে তামিম ইকবালের ক্যাচের আবেদন করেন পেসার বেন স্টোকস। এবার ধর্মাসেনা আঙুল তুলে দিলেও তামিম দ্রুত রিভিউয়ের আবেদন করেন। রিপ্লেতে দেখা যায়, বল তামিমের থাই গার্ড স্পর্শ করে বেয়ারস্টোর তালুবন্দি হয়। এ যাত্রায় রিভিউ নিয়ে ‘বেঁচে’ যান তামিম।

সেঞ্চুরির পথে ৭২ রানে আদিল রশিদের বলে জনি বেয়ারস্টোর হাতে জীবন পান তামিম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তামিমকে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি সেঞ্চুরি তুলে বড় কোনো উদযাপন করেননি। হয়তো বড় ইনিংসের স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে যায় একটু পরেই। মঈন আলীর পরের ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তামিম। তার আগে ১৪৭ বলে ১২টি চারের সাহায্যে খেলেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস।