আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শনিবার একটি রেস্তোরাঁয় গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওয়েস্ট অ্যাডামসে এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট চাঙ্ক স্প্রিঞ্জার জানান, হত্যাকাণ্ডে তিনজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের পুলিশ খুঁজছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি বলেন, ‘গোলাগুলির মধ্য দিয়ে আজ লস অ্যাঞ্জেলেসের সকাল শুরু হলো।’ লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র সার্জেন্ট ফ্রাঙ্ক প্রেসিয়াদো বলেন, গোলাগুলির সময় ওই রেস্তোরাঁয় ৫০ জনের মতো ছিল। রেস্তোরাঁটিতে জনপ্রিয় জ্যামাইকান খাবার পাওয়া যায়। প্রতি শুক্রবার রাতে সেখানে অনেক লোকের সমাগম ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ক্যাপ্টেন পিটার উইটিংহাম বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি, একজন নারী ও একজন পুরুষ। আর গুলিতে যারা আহত হয়েছেন তারা হয়তো জানেন না সন্ত্রাসী কারা, কিংবা মুখ খুলতে চাইছেন না।’