লাইভে কাঁদলেন পূজা চেরি

ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি হঠাৎ লাইভে এসে কাঁদলেন।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে অঝোরে কাঁদতে দেখা যায় পূজা চেরিকে।

পূজা ছোটবেলা থেকেই পশুপ্রেমী। এটা তার পরিচিত অনেকই জানেন। তার পোষ্য বিড়ালটি আর বেঁচে নেই, ঘরের বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর বিষয়টির কারণে শোকাচ্ছন্ন তিনি। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বিষয়টি শেয়ার করেন এই নায়িকা।

পূজা বলেন, ‌‌‘চার বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। সকালেও গোসল করিয়েছি। কিন্তু কী হলো বারান্দা থেকে পড়ে গেছে বা লাফ দিয়েছে। সে নিয়মিতই ওদিক দিয়ে ঘুরে আসলেও এবার আর ফিরে এলো না।’

পূজা জানান, সঙ্গে সঙ্গে নিচে নেমে ক্ষতবিক্ষত বেড়ালটিকে নিয়ে ওপরে আসেন। প্রিয় প্রাণীটিকে শিগগিরই সমাহিত করবেন তিনি।

পূজা চেরির নায়িকা হিসেবে অভিষেক হয় যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর-জাহান’-এ অভিনয়ের মাধ্যমে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’ ও ‘পোড়ামন ২’ সিনেমায়।