লাকমালে প্রথম দিন শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক : বল হাতে গতির ঝড় তুলে পোর্ট এলিজাবেথ টেস্টে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখল সুরঙ্গা লাকমল। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করেছে। স্বাগতিক শিবিরের ৬টি উইকেটের ৪টি নিয়েছেন পেসার লাকমল। ২টি নিয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে কুইন্টন স্টিভেন কুক ও ডিন এলগার ১০৪ রান যোগ করেন। ১৯৭০ সালের পর এবারই প্রথম পোর্ট এলিজাবেথে উদ্বোধনী জুটিতে শতরানের জুটির স্বাদ পায় প্রোটিয়ারা। এর আগে এডি বার্লো ও ব্যারি রিচার্ডস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭ রান করেছিলেন। কিন্তু এ দুই ব্যাটসম্যান ১ রানের ব্যবধানে সাজঘরে ফেরত পাঠান। কুক চান্দিমালের হাতে (৫৯) ক্যাচ দেন ইনিংসে ৩৬তম ওভারে। ৪০তম একই ভাবে আউট হন ডিন এলগার (৪৫)।

তৃতীয় উইকেটে হাশিম আমলা ও জেপি ডুমিনি ৭৩ রান জমা করেন। বিপজ্জনক হয়ে ওঠা এ জুটিও ভাঙেন লাকমল। আমলা উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ২০ রানে সাজঘরে ফিরেন। স্বাগতিক শিবিরে পরবর্তী দুই আঘাত করেন হেরাথ। ২১৩ রানে জেপি ডুমিনি (৬৩) ও ২২৪ রানে তেম্বা বাভুমা (৩) সাজঘরে ফেরত পাঠান। দিনের শেষ প্রান্তে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লিসিসকে ৩৭ রানে আউট করেন লাকমল। কুইন্টন ডি কক ২৫ ও ভ্যারন ফিল্যান্ডার ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।