
কালীগঞ্জ সংবাদদাতা :
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে উপজেলার বেলাই বিল থেকে প্রায় এক লাখ মিটার জাল উদ্ধার করা হয়েছে।
এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা ও বিলে বাঁধ দেওয়ার অপরাধে দুই জেলেকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার বক্তারপুর ও জাঙ্গালীয়া এলাকাসংলগ্ন বেলাই বিলে অভিযান চালান উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান। এ সময় অভিযানের খবর পেয়ে বিলে প্রায় এক লাখ মিটার অবৈধ ডোর জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। ওই জাল উদ্ধার করে বিলপাড়েই পুড়িয়ে ফেলা হয়।
একই অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ও বিলের খালে বাঁধ দিয়ে বাধা সৃষ্টি করার অপরাধে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মৎস্য নিধন আইনে তাদের বিভিন্ন হারে জরিমানা এবং বাঁধটি মুক্ত করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব গ্রামের মো. সজল মিয়াকে (৬০) ৫০০ টাকা ও জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের মো. কালাম মিয়াকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করা হয়।