
১৫ দফা দাবিতে সারাদেশে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। এতে ব্যাহত হচ্ছে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রি।
এদিকে, এই সংকটের দ্রুত সমাধান না হলে দীর্ঘ মেয়াদে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে জরুরি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান। কারণ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন।
সংগঠনটির নেতাদের দাবি, নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়া ও নবায়ণ করাসহ সড়কে নানামুখী হয়রানি বন্ধে দীর্ঘদিনেও কোনো সমাধান না পেয়ে এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। এবার সমাধান না এলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি সংগঠনটির নেতাদের।
বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, যে ট্রাক চালকের লাইসেন্সটার মেয়াদ শেষ হয়েছে সেটা পুনরায় দেওয়ার কথা। কিন্তু সেটা দিচ্ছে না। আর নতুন কোনো লাইসেন্স দিচ্ছে না। কাগজপত্র চেকের নামে হয়রানি নির্যাতন ও টাকা দাবি করে। ১৫টা সমস্যা আমরা চিহ্নিত করেছি। যদি আমাদের এ দাবি ৭২ ঘণ্টার মধ্যে মানা না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করব।