
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজের হ্যান্ডেল থেকে ১৭ লাখ টাকার সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
বৃহস্পতিবার দুবাই থেকে আসা ইউসুফ চৌধুরীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, ফেনীর বাসিন্দা ইউসুফ চৌধুরী দুপুরে দুবাই এয়ারলাইন্সের এফজেড ৫৮৩ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল পেরিয়ে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। জিজ্ঞাসাবাদকালে তিনি কোনোভাবেই তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেননি। কিন্তু আটক ব্যক্তির কাছে স্বর্ণ থাকার নিশ্চিত তথ্য থাকায় শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা তার সঙ্গে থাকা লাগেজ দুটো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন।
যাত্রীর শরীর ও ব্যাগে থাকা জিনিসপত্র পরীক্ষায় কিছু পাওয়া না যাওয়ায় অবশেষে তার সঙ্গে থাকা দুটি লাগেজব্যাগ খালি করে লাগেজ স্ক্যানিং মেশিনে কয়েকবার স্ক্যান করা হয়। এক পর্যায়ে ব্যাগের মধ্যে স্বর্ণের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দা।
পরে বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে যাত্রীর লাগেজব্যাগ দুটির হ্যান্ডেল ভেঙে ভেতর থেকে ৯ পিস স্বর্ণের পাত উদ্ধার করা হয়। আটক স্বর্ণপাতের ওজন ২৩০ গ্রাম এবং যাত্রীর সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারের ওজন ১০০ গ্রাম।
যাত্রীর পাসপোর্ট পরীক্ষায় দেখা যায়, এ বছর তিনি মোট ছয়বার দুবাই ভ্রমণ করেছেন। তবে প্রতিবার স্বর্ণ বহন করেছিলেন কিনা তা জানার জন্য পৃথক তদন্ত চলছে। আটক ইউসুফকে চোরাচালানের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।