আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকায় হাতির জন্য এই প্রথম অভয়ারণ্য খোলা হলো।
সার্কাসে ব্যবহৃত এ অঞ্চলের ৫০টির মতো হাতি আশ্রয় পাবে ব্রাজিলের এই অভয়ারণ্যে। গুইডা ও মাইয়া নামে দুটি হাতি প্রথম আশ্রয় পেয়েছে এখানে। উভয় হাতির বসয় ৪০ বছর।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
হাতিগুলোকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। বনাঞ্চলে মুক্ত চারণভূমিতে চরতে পারবে তারা। থাকবে না দর্শনার্থীদের কোনো উৎপাত।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা হাতির আশ্রয়ের এ অভয়ারণ্য কিনেছে। এর পাশেই আছে বনাঞ্চল। হাতি রক্ষায় শিগগির আরো কঠোর আইন তৈরি হতে চলেছে।
পর্তুগিজ ভাষায় প্রকাশিত ব্রাজিলের অনলাইন নিউজ পেপার ‘ব্রাজিল’স জি ১’ জানিয়েছে, অভয়ারণ্যে আশ্রয় দেওয়া প্রথম হাতি দুটি থাইল্যান্ড থেকে আনা। সে দেশে এ দুটিকে সার্কাসে ব্যবহার করা হতো।
গ্লোবাল স্যাঙ্কচুয়ারি ফর এলিফ্যান্ট নামের সংস্থা ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোয় হাতির অভয়ারণ্যের জন্য ২ হাজার ৮০০ একর জমি কিনেছে। পাঁচ বছর ধরে তারা এর দাম পরিশোধ করবে।
অভয়ারণ্যের প্রথম পর্বে ছয়টি হাতি রাখা হবে। তবে এখানে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না।