
লাদাখের গালওয়ানে চীনের সাথে ভারতের সীমান্ত সংঘাত নিয়ে সরব ভারতের প্রধান বিরোধী দলীয় দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধি। এরইমধ্যে, শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফর নিয়ে নতুন বিতর্ক তোলেন তিনি।
মোদীর লাদাখের লেহ-তে সফরের দিনই রাহুল প্রশ্ন তোলেন লাদখে চীনা সেনাবাহিনী কর্তৃক ভারতীয় ভূখণ্ড দখল নিয়ে।
Ladakhis say:
China took our land.PM says:
Nobody took our land.Obviously, someone is lying. pic.twitter.com/kWNQQhjlY7
— Rahul Gandhi (@RahulGandhi) July 3, 2020
রাহুল বলেন, ‘কেউ একজন মিথ্যে বলছে। লাদাখবাসী বলছেন চীন আমাদের ভূখণ্ড কেড়েছে। প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের জমি কাড়েনি। তাহলে কেউ তো একজন মিথ্যা বলছে!’
১৫ জুন ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে লেহ-তে যান নরেন্দ্র মোদী। এসময় মোদীর সাথে ছিলেন, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এমএম নারভানে।
লেহ সফরে মোদী বলেন, ‘যারা লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে তাকানোর সাহস দেখিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। কাওকে ভারত মাতার সম্মান খর্ব করার অনুমতি যে দেওয়া হবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমাদের সাহসী জওয়ানরা’