লালখান বাজারে মাদ্রাসায় ব্লক রেইড দিয়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ব্লক রেইড দিয়ে অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহানগর পুলিশের অর্ধশতাধিক সদস্য মাদ্রাসাটি ঘিরে রেখে অভিযান শুরু করে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে লালখান বাজারের জামেয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে মাদ্রাসার হোস্টেল, বিভিন্ন শ্রেণিকক্ষ এবং অফিস কক্ষে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে অভিযানে কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধারের তথ্য এখনো পুলিশ জানায়নি।

উল্লেখ্য, মাদ্রাসাটি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের মালিকানাধীন। এই মাদ্রাসায় ২০১৩ সালে গ্রেনেড বিস্ফোরণে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়।