
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ এলাকার ইসলামপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ইসলামপুরে গাজী টাওয়ারে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।