
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: “এসো বেকার মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগান সামনে রেখে শুক্রবার (০২ডিসেম্বর) সন্ধ্যার দিকে লালমনিরহাট দুরাকুটি ফ্রিলান্সার কমিউনিটির আয়োজনে মিশন মোড়ে আউটসোসিং বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফয়েজ
মোঃ আলাউদ্দিন খান। পারস্পেক্টিভ আইটি পরিচালক ও ফ্রিলান্সার কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, বেগম কামরুননেছা কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াৎ আহমেদ,শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এনতাজুর রহমান।
সেমিনারে বক্তাগণ বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্ত করার যে অঙ্গিকার করেছেন সেই লক্ষ অর্জনের জন্য আউটসোসিং একটি অন্যমত অংশ। কমিউনিটির নতুর ফ্রিলান্সরদের উদেশ্যে বলেন তোমরা ধর্যসহকারে নিজেরা শিখে, অন্যদেরকে শিখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।