
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলা পুলিশ সুপার এস.এম.রশিদুল হক এর সভাপ তিত্বে,জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে আজ ১লা ডিসেম্বর কালেক্টরেট মাঠে বিকাল ৩টায় সমাজ থেকে জঙ্গীবাদ, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধের অঙ্গীকারে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে অতিথি থাকবেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিশেষ অতিথি থাকবেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ চৌধুরী, মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, এছারাও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানাগেছে |