লালমনিরহাটে পিস্তলসহ আটক -১

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান বাজার এলাকায় একটি পিস্তাল ও ৩ রাইন্ড গুলি সহ রবিউল ইসলাম(৩০) নামে এক ব্যবসায়ী আটক করেছেন র্যাব। মঙ্গলবার দুপুরে উপজেলার সানিয়াজান বাজারে তাকে আটক করেন। আটক রবিউল ইসলাম (৩০)উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া বিজিপি ক্যাম্প এলাকার ইছাহাগ আলীর ছেলে। র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর খুরশিদ আনোয়ার সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার সানিয়াজান এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়।এসময় আটক রবিউলের কাছে একটি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাকে হাতীবান্ধা থানায় সোপর্দসহ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।