লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় একটি ফেসবুক আইডিতে ‘বিকৃত’ ছবি ছড়িয়ে দেয়ায় জেমি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেমি আক্তার উপজেলার ওই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং শাহ গরীবুল্যাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় রাতেই মরদেহ উদ্ধার করে ও আরাফাত হোসেন আরিফ (১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক আরাফাত একই গ্রামের মজিবর রহমানের ছেলে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


