লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। শামিম একই গ্রামের গোলাম রাব্বানির ছেলে।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিজের ক্ষেতে পানি দিতে দুপুরে বাড়ি পাশের সেচ পাম্পটি চালু করতে যান শামিম। এসময় পাম্পের সুইচে হাতে দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।