লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ এ সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্যও উদ্ধার করা হয়। শনিবার (২৫ নভেম্বর) দিন ভর জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক ও মাদক করে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, গোপন সংবাদের ভিক্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইদ্রিস আলী নামে ১ বছরের সাজাপ্রাপ্ত একজন পালতক আসামীকে আটক করে। একই সময় আদিতমারী থানার পুলিশও ১ মাসের সাজাপ্রাপ্ত অপর এক পালতক আসামী কানু দাসকে আটক করে।
এ দিকে গোপন সংবাদের ভিক্তিতে লালমনিরহাট সদর থানার পুলিশ এক অভিযান চালিয়ে ৩১ কেজি ভারতীয় গাজাঁসহ আজম আলী(৩৩) মিন্টু মিয়া (২৮) ও আসলাম আলী (২৭) নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে ও অন্য এক স্থানে অভিযান চালিয়ে ৫ শত গ্রাম গাঁজাসহ সুজন শেখ নামে অপর একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। একই সময় পাটগ্রাম থানার পুলিশ ১ কেজি গ্রাম গাঁজাসহ হাসেন আলী(৩৫), ও মানিক(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।


