আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি সামিনা খাতুন নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন মেয়েটির বাবা আব্দুস সাত্তার। জানা গেছে, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের শ্যামের বাজার এলাকার সামিনা খাতুন দাখিল টেস্ট পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে ফরম পূরণও সম্পন্ন করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার শুরু হওয়া দাখিল পরীক্ষায় অংশ নিতেই গত বুধবার প্রবেশপত্র আনতে মাদ্রাসায় যায় সে। আর মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছে সাড়ে তিন শত টাকা নিয়ে প্রবেশপত্রটি বাড়িতে পৌঁছে দেয়ার কথা জানায়। কিন্তু পরীক্ষার আগের রাতে হঠাৎ করেই মাদ্রাসা সুপারসহ কয়েক জন মেয়েটির বাড়িতে গিয়ে জানায় যে, সামিনার প্রবেশপত্র আসেনি। এমনটি শুনেই মুহুর্তে সজ্ঞাহীন হয়ে পড়ে মেয়েটি। পরে স্থানীয় ডাক্তার দিয়ে তার চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরলেও পরীক্ষায় অংশ নিতে না পারার কষ্টে সারাক্ষণ কান্না কাটি করছে ওই দাখিল পরীক্ষার্থী।তার বাবা আব্দুস সাত্তার জানান, পরীক্ষার একদিন আগে প্রবেশপত্র না আসার কথা শুনে মেয়েটি কিছুই খাচ্ছে না। সারাক্ষণ শুধু কাঁদছে। এতে করে তার মস্তিস্কে মারাত্বক সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষা বিভাগসহ উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।হাতীবান্ধা পশ্চিম বেজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহিম বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন। তবে তিনি দাবি করে বলেন, নবম শ্রেনীতে মেয়েটির রেজিষ্ট্রেশন না হওয়ায় এমনটি হয়েছে।হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, ‘বিষয়টি জেনেছি। ওই শিক্ষার্থীর প্রবেশপত্র না আসার ব্যাপারে আগামী রোববার সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’