আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : আজ ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের প্রাচীর ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলার আকাশে বিজয়ের সূর্য উদয় হয় আরো রক্তিম হয়ে। অবসান হয় পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়।
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এ মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গকারী বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সারা দেশের বিভিন্ন স্মৃতিস্তম্ভে সন্মান ও ভালোবাসার ফুল অর্পণ করেছেন সকল শ্রেণি-পেশার মানুষ।সারা দেশের ন্যায় লালমনিরহাটে মহান বিজয় দিবসে পলিত হয়। দিবসটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, রেলওয়ে বিভাগ পৃথক কর্মসূচী গ্রহন করে।মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা, তোপধ্বনির পর পর শহীদদের স্মরণে পূষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কূচকওয়াজ ও শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমি এমপি, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী কর্মকর্তা, কর্মচারিসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।এদিকে হাতীবান্ধা এস এস হাই স্কুল এন্ড টেকলিক্যাল কলেজ মাঠে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় হাতীবান্ধা এস এস হাই স্কুল এন্ড টেকলিক্যাল কলেজের প্রায় ৫ শত জন শিক্ষার্থী মানব পতাকা ডিসপ্লে প্রদর্শন করেন।এ সময় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির,উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা এস এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,হাতীবান্ধা থানা ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)রেজাউল করিম প্রমুখ।


