লালমনিরহাটে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের অন্যতম সংগঠক সাবেক এমপি আবুল হোসেনের জানাজায় প্রায় অর্ধ লক্ষ মুসল্লি শরিক হয়েছেন।শনিবার(১৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে লালমনিরহাট সরকারি হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় সালাম শেষে মরহুমের জানাজা হয়। পরে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ শহরের নামাটারী এলাকার নিজ বাড়িতে রাখা হয়। সেখানে বাদ আসর লাশ পারিবারিক গবরস্থানে দাফন করা হয়।জানাজায় অংশ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের রংপুর সদর আসনের এমপি টিপু মুনসী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মিঠু, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন, পুলিশ সুপার রশিদুল ইসলাম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
প্রসিঙ্গত, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের এ সংগঠক গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবসে বিকাল সাড়ে ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।