লালমনিরহাটে ৩০০ বোতল ফেন্সিডিলসহ এক বৃদ্ধকে আটক করেছ ডিবি পুলিশ

লালমনিরহাট জেলা প্রতিনিধি:  লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা থেকে আবেদ আলী নামে ৬০ বছরের এক বৃদ্ধকে তিন শতাধিক বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিক্তিতে জেলার হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকা একটি ব্যাগ ও বাইসাইকেলসহ ওই ব্যাক্তিকে আটক করে জেলার ডিবি পুলিশের একটও দল। পরে তার ব্যাগে তল্লাসি করে ৩০০ বোতল ফিন্সিডিল উদ্ধার করাহয়। আটক ব্যাক্তি উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিংগীমারী এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে মাদক দ্রব নিয়ন্তন আইনে হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে।