আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধ : লালমনিরহাট জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যকে পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ থানার এসআই,মোঃ আতিয়ার রহমান সোমবার (০৫ ডিসেম্বর) দিবগত রাতে সীমান্তবর্তী চন্দ্রপুর নামক এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে দশটার দিকে কালীগঞ্জের চন্দ্রপুর বাজার সংগ্ল মাদক ব্যবসায়ীরা কাছাকাছি পৌঁছালে পুলিশের বিশেষ টহলে তাদের ধাওয়া করে। আসামি পালিয়ে যায় পরে সেখান থেকে ৪০০ পিচ ফেন্সিডিল,১কেজি গাঁজাসহ ১বোতল বিদেশী মদ উদ্ধার করেন। পুলিশের সঙ্গে প্রতিবেদককে বলেন, চন্দ্রপুর এলাকায় পুলিশের একটি টহল দল আসামিরদের ধরতে ধাওয়া করলে প্রত্যক্ষদর্শীরা পালিয়ে যায়। উক্ত স্থান থেকে ৪০০ পিচ ফেন্সিডিল,১ কেজি গাঁজাসহ ১বোতল বিদেশী মদ উদ্ধার করেন এসআই, মোঃ আতিয়ার রহমান এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, কালীগঞ্জ থানার ওসি, আরজু মোঃ সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন,লালমনিরহাট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।