লালমনিরহাট ভ্রমন করলেন “ভিজিট বাংলাদেশ-২০১৬’র ”পর্যটক দম্পত্তি!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:পর্যটন বর্ষ ও বিশ্ব পর্যটন দিবস ২০১৬’র প্রতিপাদ্য “ট্যুরিজম ফর অল” এই শ্লোগানটিকে দেশব্যাপি প্রচার করার লক্ষ্যে মোটর সাইকেল যোগে বাংলাদেশ ভ্রমন শুরু করেছে ঢাকার এক পর্যটক দম্পত্তি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহায়তায় পর্যটক যুগল চলতি বছরের ৩০ অক্টোবর তাদের ভ্রমন শুরু করে। যা ১৯ জানুয়ারী ২০১৭ সালে শেষ হবে। ভিজিট ফর বাংলাদেশ-২০১৬ নামে ভ্রমনে বের হওয়া দম্পত্তি হলেন, আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরাণী দিপালী আহমেদ।
ভ্রমনের ২২ তম দিনে বৃহস্পতিবার তারা মোটর সাইকেল যোগে লালমনিরহাটে পৌঁছেন। এসময় তারা শেখ সফিউদ্দিন কমার্স কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এর পর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে পর্যটক যুগল লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে দেখা করেন।এসময় পর্যটক যুগল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষনা করেছেন। বর্ষটির প্রচারনা হিসেবে তারা মটর সাইকেল যোগে সারাদেশ ভ্রমন করছেন এবং মানুষকে পর্যটনে উৎসাহী করছেন। তাছাড়াও সমাজে বিভিন্ন সামাজিক অপরাধ মাদক, নারী নির্যাতন, পাচার ও জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন।