
লালমোহনঃ গজারিয়ার অংহকার লালমোহন উপজেলার অন্যতম শক্তি শালি সংগঠন, বাংলাদেশ অাওয়ামী যুব লীগ এর লালামোহন উপজেলার শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মাতাব্বর, ৩১/০৩/১৭ গজারিয়া পশ্চিম বাজারে মটর সাইকেল এবং বোরাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পায়ে গুরুগত অাঘাত পান,উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়,অামার তাহার সুস্থতা কামনা করছি।