লালমোহন প্রতিনিধি:
লালমোহনে এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যেগে দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মসূচীর আওতায় ঢাকার সাভারে রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আলম বাজার এলাকায় অবস্থিত ব্র্যাক অফিসে সোমবার সকাল ১০টার দিকে এলাকা ব্যবস্থাপক আহসান হাবিবের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার শামছুল আরিফ উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়াখালীর ১নং ওয়ার্ডের তাজল ইসলামের স্ত্রী জলি বেগম রানা প্লাজার অষ্টম তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার হাতের ভিতরে রড ঢুকে যায় ও মাথায় ইনজুরী হয়। জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রায় ৪ মাস তিনি অসুস্থ্য ছিলেন। একই উপজেলার মহেষখালী গ্রামের মোঃ মিলন মিয়ার মেয়ে ঝুমুর রানা প্লাজার ৩য় তলায় ফিনিশিং হেলপার হিসেবে কাজ করতেন। ঝুমুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহত এই দুই পরিবারকে পূনর্বাসনের জন্য ৪০ হাজার টাকা করে আশি হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। তাদেরকে উক্ত প্রকল্পের আওতায় পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে বলেও কর্তৃপক্ষ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, এলাকা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন দেব নাথ প্রমুখ। আলাপকালে নিহত ঝুমুরের পিতা মিলন মিয়া ও জলি বেগম কান্নায় ভেে ঙ্গ পড়ে জানান, এ টাকা দিয়ে তারা গরু কিনে পালবেন ও কৃষি কাজ করবেন।