লালমোহনে কাল বৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

এম এ হান্নান,ভোলা।
ভোলায় লালমোহন উপজেলা রমাগন্জ ইউনিয়নের পূর্বচরউমেদ আহমদিয়া দাখিল মাদ্রাসাটি কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়। সরেজমিনে গিয়ে জানাযায় সোমবার রাতের কাল বৈশাখী প্রভল ঝড়ে কবলে পড়ে মাদ্রাসাটির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ অলিউল্লাহ জানান মাদ্রাসাটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যবদি কোন মেরামত করা হয়নি, এমনিতে মাদ্রাসাটি বর্ষার মৌসুমে মেরামতের অভাবের কারনে পাঠদান করাতে কষ্ট হয়। এখন কালবৈশাখীতে টিনের চাল উড়িয়ে নেয়ায় ছাত্র/ছার্ত্রীদের পাঠদানে চিন্তিত হয়ে পড়েন শিক্ষকরা। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন মাদ্রাসার ছবিসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে উপজেলা থেকে ব্যাবস্থা নিবেন।