লালমোহনে নদীতে রাসেল-৪ ল ছের ধাক্কায় বালুবাহী কার্গো ডুবে: নিখোঁজ ১ উদ্বার-৩

এম এ হান্নান,ভোলা : লালমোহনে তেঁতুলিয়া নদীতে লে র ধাক্কায় বালুবাহী কার্গো ডুবে কার্গোতে থাকা ১ জন নিখোঁজ হয়েছে। জীবিত উদ্বার করা হয়েছে ৩ জনকে । শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে গজারিয়া খালগোরা এলাকা এ ঘটনা ঘটে।
স্হায় সুত্রে জানা জায় শুক্রবার ভোর রাতে এমভি রাসেল-৪ ল  গজারিয়া খালগোড়া এলাকা থাকা বালুবাহী কার্গো মারিয়া এন্ড আরাফাতকে ধাক্কা দেয়। কার্গোতে থাকা স্টাফসহ কার্গোটি ডুবে যায়। তাৎক্ষণিক স্হানীরা ৩ জনকে জীবিত উদ্বার করে পরে জানা যায় কার্গোর কেবিনে থাকা আব্দুল মালেক ডুবে যায়। তাকে উদ্বার করতে পারেনি। উদ্বার কারিদের কাছে থেকে জানা যায় আব্দুল মালেকের বাড়ি বরিশালের সাহেবের হাট।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ জানান, এখনো নিখোঁজ মালেকের লাশ পাওয়া যায়নি। বরিশালে ডুবুরি দলকে সংবাদ পাঠানো হয়েছে। ডুবুরি দল এসে কার্গোটি উদ্বার করবেন বলে জানান