লালমোহনে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

ভোলাঃ লালমোহন গজারিয়া, মামুন (২৬) নামের এক যুবকের ঝুলান্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর বট তলা থেকে উদ্ধার করা হয়। মামুন একই এলাকার আলমগীরের ছেলে।
জানা গেছে, সকালের দিকে বটতলা বাগানে কাঠাঁল গাছের সাথে ঝুলান্ত অবস্থায় মামুনের মরহেদ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এলাকাবাসী জানান, মামুন দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী এলাকার তার খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক করার জন্য চেষ্টা চালিয়ে আসে। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেন তারা।
লালমোহন থানার এসআই অলক বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে র্মগে পাঠানো হয়েছে। এঘনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।