লালমোহন পৌরসভায় বেতন ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন(ভিডিও)

ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহন পৌরসভায় বেতন ভাতা আদায়ের দাবিতে মানব বন্ধন করেছে কর্মকর্তা , কর্মচারীবৃন্দ।
লালমোহন পৌরসভা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে গত কাল ২৬/৪/২০১৭ বুধবার সকাল ১১ টায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তরা বলেন, লালমোহন সহ বাংলাদেশের সকল পৌরসভায় মাসের পর মাস, বছরের পর বছর বেতন ভাতা বাকী থাকে। যার কারনে লালমোহন পৌরসভা মানববেতর জীবন যাপন করছে। বক্তরা আরো বলেন, আমাদের দাবী না মানা হলে পৌরসভা থেকে নাগরীক সকল সুবিধা বি ত করা হবে।