ভোলা প্রতিনিধি : শীতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়। ভোলার চরফ্যাশনে ম্যানগ্রোভ বনাঞ্চল ঢালচরের তারুয়া সৈকতের লাল কাঁকড়া সেই সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে আরো।
তারুয়ার ৭ কিলোমিটার সৈকতজুড়ে বালুর বুকে লাল কাঁকড়ার ছড়াছড়ি। এ কারণে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী পর্যটকদের বিচরণে মুখরিত তারুয়া দ্বীপ এখন অনেকের কাছেই লাল কাঁকড়ার দ্বীপ নামে পরিচিত।
একদিকে সমুদ্রসৈকত অন্যদিকে সৈকতজুড়ে লাল কাঁকড়া আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের । ভোলার সর্বদক্ষিণের উপজেলাটিই হচ্ছে চরফ্যাশন উপজেলা। এই উপজেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে ঢালচর বিচ্ছিন্ন একটি ইউনিয়ন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ঢালচর থেকে পূর্ব দিকে চর শাহাজালাল ও চর আশরাফের মাঝামাঝি বিচ্ছিন্ন দ্বীপটিই হচ্ছে ‘তারুয়া’।
তারুয়ার বালুতটে ছোট-বড় লাল কাঁকড়ার ছোটাছুটি খেলা পর্যটকদের অন্যরকম আকর্ষণ করছে। দূর থেকে দেখলে মনে হয় যেন সৈকতজুড়ে লাল কার্পেট বিছিয়ে রাখা হয়েছে।
বালুর ভেতরে লাল কাঁকড়ার বসতি, রোদ উঠলেই লাল কাঁকড়া সূর্যের দিকে তাকিয়ে থাকে নিশ্চুপ হয়ে। পর্যটকদের পদচারণার শব্দ পেলেই লুকিয়ে যায় গর্তে।
চর কুকরি-মুকরি বন বিভাগ সূত্রে জানা গেছে, দু-তিন বছর আগে সমুদ্রে ভেসে এই দ্বীপে লাল কাকড়ার আগমন ঘটে।