লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি লুক-স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। এক গ্ল্যামারাস লুকে সামাজিক মাধ্যমে ধরা দিলেন এ সংসদ সদস্য। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোলপাড় ফেলে দিয়েছেন মিমি চক্রবর্তী।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন তিনি। সঙ্গে গলা ও হাতে সোনার গহনা। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙিমায় একের পর এক পোজে ধরা দিলেন মিমি চক্রবর্তী। ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গেই ফুটে উঠেছে।

নীল হৃদয়ের ইমোজিতে সামাজিক মাধ্যমে দেওয়া ছবির ক্যাপশনে মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন— রেড কুইন। আরেক নেটিজেন লিখেছেনএই লুকটাই মিমির ট্রেডমার্ক।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’। যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন মিমি চক্রবর্তী।