ক্রীড়া ডেস্ক : লা লিগার শিরোপা লড়াইয়ে বড় একটা ধাক্কাই খেল রিয়াল মাদ্রিদ। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য রিয়ালের ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেলকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
গত বুধবার লাস পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচের ৪৭ মিনিটে প্রতিপক্ষের জোনাথান ভিয়েরাকে পেছন থেকে অহেতুক ফাউল করে বসেন বেল। প্রথমে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু রিয়াল উইঙ্গার মেজাজ হারিয়ে বসেন, ধাক্কা মেরে বসেন ভিয়েরাকে। লাল কার্ড দেখাতে সময় নেননি রেফারি।
ওই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি বেলকে ৬০০ ইউরো জরিমানাও করছে স্প্যানিশ ফুটবল। তার ক্লাব রিয়াল মাদ্রিদকে জরিমানা করা হয়েছে ৭০০ ইউরো। নিষেধাজ্ঞার কারণে এইবার ও রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না বেল।