গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৮ জনকে আটক করছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।
মূলহোতাসহ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সকলে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে লিটনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তরা। লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর সাড়ে ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তার দেহে পাঁচটি গুলিবিদ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।