ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও লেস্টার সিটি।
তবে হোঁচট খেয়েছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দল ঘরের মাঠে মিডলসবরোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
অন্যদিকে লিভারপুল ওয়েস্ট ব্রমকে হারিয়েছে ২-১ গোলে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার জিতেছে ৩-১ গোলে।
অ্যানফিল্ডে ২০ মিনিটে সাদিও মানে ও ৩৫ মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে প্রথমার্ধেই স্কোরলাইন ২-০ করে ফেলে লিভারপুল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮১ মিনিটে ওয়েস্ট ব্রমের গ্যারেথ ম্যাকালি একটি গোল শোধ করেন।
কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সমর্থকদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের এগিয়ে দেন আহমেদ ফিরোজ মোসা। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শিনজি অকাজাকি ৮০ মিনিটে ক্রিস্টিয়ান ফুচাসের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে তারা। পাঁচ মিনিটে পর ক্রিস্টালের হয়ে একটি গোল শোধ করেন ইয়োহান কাবেয়া।
আর্সেনাল ড্র করলেও ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে তারা। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্টও ২০, তবে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে তারা। ৯ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া লেস্টারের অবস্থান দ্বাদশ।