লিসার আবেদনময়ী ফটোশুট

বিনোদন ডেস্ক : মযাক্সিম ইন্ডিয়া ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার ফটোশুটে দেখা গেছে অভিনেত্রী লিসা রেকে। এতে বেশ আবেদনময়ী রূপে নিজেকে উপস্থাপন করেছেন ৪৪ বছর বয়সি এ অভিনেত্রী।

ইন্সটাগ্রামে ম্যাগাজিনের প্রচ্ছদ ও কয়েকটি ছবি শেয়ার করেছেন লিসা। ম্যাগাজিনের প্রচ্ছদে লাল রঙের পোশাকে দেখা গেছে লিসাকে।

অন্য ছবিগুলোতেও উষ্ণতার পারদ চড়িয়েছেন লিসা। একটি ছবিতে দেখা গেছে, একটি নীল বিকিনি পরে বিছানায় শুয়ে আছেন তিনি। অন্য ছবিগুলোতে কালো রঙের খোলামেলা পোশাকে দেখা গেছে তাকে। সবগুলোতেই বেশ আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন লিসা।

lisa_inner

ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথমে আমি ফটোশুট করতে চাইনি। ৪৪ বছর বয়সি স্বাধীনচেতা, বিবাহিত ক্যানসার থেকে বেঁচে যাওয়া সুখী নারীর শরীর ম্যাক্সিম ম্যাগাজিনে স্বাভাবিক দেখাবে না। কিন্তু তারপর ভাবলাম, কেন নয়?’

মডেলিং জগতে একটি পরিচিত নাম লিসা রে। এছাড়া বলিউড এবং তামিল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে লিসার ক্যানসার ধরা পড়ে। কিন্তু পরের বছরই ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরে আসেন তিনি। ২০১২ সালে জেসন দেহনিকে বিয়ে করেন এ কানাডিয়ান মডেল-অভিনেত্রী। লিসা অভিনীত সর্বশেষ সিনেমা বীরাপ্পান।