লুলিয়াকেও হারাচ্ছেন সালম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের ভক্তদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। কিন্তু প্রেমভাগ্য মোটেও ভালো নয় এই অভিনেতার। ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ সহ অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও টিকে থাকেনি একটিও। সম্প্রতি রোমানিয়ান মডেল লুলিয়া ভান্টুরের সঙ্গে সম্পর্ক হওয়ার পর অনেকেই ভেবেছিলেন স্থিতি আসছে সালমানের প্রেম জীবনে। কিন্তু এই সম্পর্কও নাকি ভাঙণের পথে।

জানা গেছে, লুলিয়াকে সালমানের ধারে কাছেও দেখা যাচ্ছে না বেশ কয়েক দিন ধরে। গোয়ায় দিওয়ালিতে খান পরিবারের ফ্যামিলি সেলিব্রেশনেও ছিলেননা রোমানিয়ান মডেল।

শোনা যাচ্ছে, তিনি নাকি এ দেশেই নেই। ভিসার সমস্যায় ফিরে যেতে হয়েছে তাকে। খুব তাড়াতাড়িই সল্লু মিঞার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরবেন তিনি।

আবার কারও মতে, ভাইজান লাগাতার অবহেলা করায় ক্ষুব্ধ লুলিয়া এ সম্পর্ক আর রাখতেই রাজি নন। তাকে দেওয়া আজ পর্যন্ত কোনও কথাই নাকি রাখেননি সালমান।

আসল সত্যিটা কী, তা জানেন স্বয়ং লুলিয়া-সলমন। তবে লুলিয়ার বিভিন্ন টুইট দেখে বি-টাউন ভাঙণেরই ইঙ্গিত পাচ্ছে।

সম্প্রতি লুলিয়া টুইট করেছেন, সৃষ্টিকর্তা সবাইকে দুটো চোখ, কান, হাত, পা দিয়েছেন। আমাদের শুধুই হৃদয় মেলাতে হবে। ভালবাসা সেলিব্রেট করাই ভাল। এটাই আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার।