নিজস্ব প্রতিবেদকঃ নিজের দাপট আর ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি আর মারধর করতেন ‘লেডি গ্যাং লিডার’ তাহমিনা সিমরান সিমি। জনসম্মুখে মানুষ পিটিয়ে তার দৃশ্য ক্যামেরা ধারণ করে তা ছড়িয়ে দিতেন ফেসবুক-ইউটিউবসহ সামাজিক মাধ্যমে। সিমি বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, বিনোদনকেন্দ্র হোক বা মানুষের বাসা, সেখানে গিয়ে পিটিয়ে আসতেন এই লেডি গ্যাং লিডার। সিমি রয়েছে নিজস্ব গ্যাং বাহিনী যার ভয় দেখিয়ে সাধারণ মানুষের উপর চলত নির্যাতন। এর ছয় মাস আগেই তার বিরুদ্ধে অভিযোগ করেন এক ব্যক্তি টানা দুই অভিযোগের মামলায় আসামি হয়ে পুনরায় কারাগারে লেডি গ্যাং লিডার হিসেবে পরিচিত তাহমিনা সিমরান সিমি।
খোঁজ নিয়ে জানা যায়, সিমি নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। বর্তমানে পালক বাবার কাছে বড় হচ্ছেন তিনি। নগরীর একটি কলেজে পড়াশোনা করেন। সিমির গ্যাংয়ের সাত সদস্য হলো- শাকিল, মাহি, আরবিন, ওয়াহিদ, রাইসা, রায়হান ও রুবেল। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
সম্প্রতি এক কিশোরীকে মারধরের মামলায় লেডি গ্যাং লিডার হিসেবে পরিচিত তাহমিনাকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। বুধবার (১৭ মার্চ) তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলায় বলা হয়, গত ৪ মার্চ পতেঙ্গা নেভাল এলাকায় সিমি ও তার বন্ধু মেহেরুল হাসান মারধর করেন অর্নাকে। পরে মারধরের ভিডিও ১২ মার্চ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
তদন্ত কর্মকর্তা নগরীর পতেঙ্গা থানার এসআই মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, টিকটক তারকা হিসেবে দ্রুত ফেমাস হতেই মানুষ পেটানো নেশায় পরিণত হয়েছে সিমির। শুধু তিনি একা নন, ছয়-সাতজনের একটি গ্যাংও তৈরি করেছেন।
এর আগেও ২০২০ সালের আগস্টে এক তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ ছিল সিমির বিরুদ্ধে। আক্রান্ত তরুণীর মামলায় ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেপ্তার হন সিমি।


