লেবানন থেকে আরও ৩০ বাংলাদেশি ফিরবেন সোমবার

চতুর্থ দফায় লেবানন থে‌কে আগামীকাল সোমবার দেশে ফিরবেন আরও ৩০ জন বাংলা‌দে‌শি। লেবাননের রাজধানী বৈরুত থে‌কে আজ রোববার রাতে বাংলাদে‌শের উদ্দেশে রওনা করবেন তারা।

শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিটিতে দূতাবাস বলেছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আজ রোববার ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সোমবার রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

তালিকায় থাকা ব্যক্তিদের আজ ২৭শে অক্টোবর বিকাল পাঁচটায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

উল্লেখ্য, এখন পর্যন্ত ১৫০ জনকে লেবানন থেকে দেশে ফেরত এনেছে সরকার।