লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে লেবাননে ইসরাইলি হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।