লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগ কেন সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারা আশঙ্কা করছে সেনাবাহিনী থাকলে কেন্দ্র দখল করা যাবে না, আগের রাতে ভোটের বাক্স ভরা যাবে না। একটা সুষ্ঠু নির্বাচন প্রতিফলিত হবে। তিনি আরো বলেন, ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মানে বিচারিক ক্ষমতা দেওয়া নয়। পুলিশেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে। পুলিশ কি বিচার করে? করে না। সেরকম সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে, জনগণকে রক্ষা করতে পারে।’ আলোচনা সভায় বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সংগঠনের উপদেষ্টা রেজাবুদ্দৌলাহ চৌধুরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।