
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নতুন করে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ায় আমরা আতঙ্কিত এবং উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘আমাদের কাছে খবর হলো, লোকে স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মনে করেন, করোনা এখন বাংলাদেশে নেই বললেই চলে। আমাদের কাছে খবর হলো, লোকে স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মনে করেন, করোনা এখন বাংলাদেশে নেই বললেই চলে।’
সোমবার (১৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
করোনায় সংক্রমণের হার বাড়ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা কমতে কমতে ১৫-২০ দিন আগেও দুই দশমিক তিনে নেমেছিল। এর মানে প্রায় শেষ হওয়ার কথা। মৃত্যুর হার নেমেছিল এক দশমিক পাঁচ শতাংশে। সুস্থতার হার অনেক বেড়েছিলে, প্রায় ৯২ শতাংশে এসেছিল। এই পর্যায়ে দেখা গেল, করোনা বেড়ে যাচ্ছে। করোনা সংক্রমণের পার্সেন্টেজ (শতকরা হার) এখন সাত শতাংশে উঠে এসেছে। মৃত্যুর হারও বেড়েছে। গতকালও প্রায় ১৮ জন মৃত্যুবরণ করেছেন। গত আড়াই মাসেও এমন হয়নি। আমরা খুবই আতঙ্কিত এবং উদ্বিগ্ন।’
ইতোমধ্যে সচিব বিভিন্ন দফতরের মহাপরিচালকদের নিয়ে অনলাইনে সভা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে সারা বাংলাদেশের জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের কর্মকর্তারাও ছিলেন। আমরা জানার চেষ্টা করেছি, কেন এটা বাড়ছে? আমাদের কাছে খবর হলো, লোকে স্বাস্থ্যবিধি মানছেন না। তারা মনে করেন, করোনা এখন বাংলাদেশে নেই বললেই চলে।’
‘তারা কক্সবাজার, সিলেট, চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক পরছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, পিকনিক চলছে, বিয়ে ধুমছে চলছে। আমি দুদিন আগে একটি বিয়েতে গেলাম, আত্মীয়ের বিয়ে বলে গেছি। সেখানে দেখলাম, হাজার হাজার লোক, একটা লোকের মুখেও মাস্ক নেই। এ রকম পরিস্থিতি সারাদেশে চলছে। জাতির মধ্যে অতিমাত্রার কনফিডেন্সে (আত্মবিশ্বাস) চলে এসেছে যে, আমাদের মধ্যে তো করোনা নেই, চলে গেছে। এটি খুবই উদ্বেগজনক।’
মন্ত্রী বলেন, ‘‘মাঠ পর্যায় থেকে জানলাম, লোকে করোনার পরীক্ষাও করতে চাচ্ছেন না। কারণ তারা টেস্ট করলে নাকি লকডাউনে চলে যেতে পারে। সেজন্য তারা টেস্ট করছে না। বাজার-ঘাট, অফিস-আদালত যেখানে ‘নো মাস্ক নো সার্ভিস’ এর একটা পলিসি ছিল সেটিও মানুষ অবহেলা করছে। এ কারণে করোনা বৃদ্ধি পাচ্ছে, যেটা দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গল নয়।’’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সকল জেলা পর্যায়ে নির্দেশনা গিয়েছে। যেহেতু হাসপাতালে রোগী আগের চেয়ে বেড়ে গেছে, সারাদেশে প্রাইভেট এবং সরকারি মিলে এক হাজার ৯০০ হয়ে গেছে। ফলে ৫০০ এর বেশি রোগী বেড়ে গেছে, খুব দ্রুত বাড়ছে। করোনা যাতে তাড়াতাড়ি আমরা নিয়ন্ত্রণে নিতে পারি, সেজন্য ডিসিদের (জেলা প্রশাসক) কাছে চিঠি আমরা দিয়েছি এবং মন্ত্রিসভা থেকেও দেওয়া হয়েছে। যাতে তারা কিছু সিদ্ধান্ত নেন এবং প্রয়োগ করেন। অর্থাৎ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) করে, যারা মাস্ক না পরে তাদের জরিমানা করবেন, নো মাস্ক নো সার্ভিসকে কঠোরভাবে প্রয়োগ করবে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের গেস্ট কন্ট্রোল (অতিথি নিয়ন্ত্রণ) করবেন। পরীক্ষায় মানুষের অনীহা, তা বাড়ানোর চেষ্টা করবেন।’
হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘যেহেতু রোগী নেই, তাই অনেক হাসপাতালে করোনা ইউনিট ছিলে না। আবারও প্রতিটি হাসপাতালে করোনা ইউনিটের ব্যবস্থা করতে বলা হয়েছে। সেখানে পর্যাপ্ত অক্সিজেন আছে। কারণ আমরা প্রায় ৯০টি নতুন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাগিয়েছি। শুধু আইসিইউ বা সিসিইউতে নয়, আমরা অক্সিজেন লাইন ওয়ার্ডেও টেনে নিয়েছি। কাজেই আইসিইউ ফ্যাসিলিটি এক জন রোগী ওয়ার্ডে বসেও পাবেন।’
তিনি আরও বলেন, ‘ওষুধের কোনো অভাব নেই, যথেষ্ট অক্সিজেন আছে, ডাক্তার-নার্স আছেন। অন্যান্য যে বিষয়গুলো করোনার চিকিৎসায় লাগে, সেগুলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আমেরিকা-ইউরোপের মতো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেখানে লকডাউন হয়ে যায়। আমরা বাংলাদেশকে সে পর্যায়ে নিয়ে যেতে চাই না। আমরা বাংলাদেশকে ভালো রাখতে চাই।’
১০ মার্চ থেকে আজ পর্যন্ত টানা ছয় দিন করোনায় আক্রান্ত হিসেবে দৈনিক হাজারের বেশি শনাক্ত হচ্ছেন। ১০ জানুয়ারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮ জন। ১১ মার্চ এক হাজার ৫১; ১২ মার্চ এক হাজার ৬৬; ১৩ মার্চ এক হাজার ১৪; গতকাল ১৪ মার্চ এক হাজার ১৫৯ এবং আজ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৭৩ জন।
একইসঙ্গে দেশে ভাইরাসটিতে বেড়ে চলেছে মৃতের হারও। গত ২৭ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। যা গত ৭ জানুয়ারির পর সর্বোচ্চ; সেদিন করোনায় ৩১ জনের মৃত্যু হয়। এরপর থেকে ভাইরাসটিতে ২৪ ঘণ্টায় ২৫ জনের বেশি মৃত্যু হয়নি দেশে। এ সময়ে এক দিনে মৃত্যু পাঁচ জনেও নেমে এসেছিল।