বিনোদন ডেস্কঃ মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। সে কারণে তার সঙ্গে যে কোনো কথা সাবলীলভাবে শেয়ার করেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, আমার মেয়ে জামা কেনার সময় আমাকে ছবি পাঠায়। আমি বলি এটা ভাল, ওটা খারাপ। কখনও বলি, এই জামাটা কিনছো ঠিক আছে। কিন্তু ভারতে এই জামা পরে ঘুরে বেড়াতে পারবে না তুমি।
অন্বেষাও মায়ের কথার বাইরে যান না। তিনি যেভাবে বলেন, সেভাবেই চলেন। বাকি সমাজের লোক কী ভাবলো তা নিয়ে কখনও মাথা ঘামান না। এমনকি তার সমাজিক যোগাযোগমাধ্যমে খারাপ মন্তব্য এলেও তা একেবারেই আমলে নেন না তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মেয়ে তো! আমি যদিও বা কিছু বিষয় নিয়ে ভাবি, ও তো লোকজনের খারাপ মন্তব্য নিয়ে একেবারেই ভাবে না।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কাজের পাশাপাশি এখন বলিউড ও ঢালিউডেও কাজ নিয়ে ব্যস্ত স্বস্তিকা। অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন ‘সেকশন ৮৪’। সব ঠিক থাকলে পূজায় আসবে তার ‘টেক্কা’ সিনেমাটি। এছাড়া শিগগিরই শুরু হবে বাংলাদেশের ‘ওয়ান ইলেভেন’ ও ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’ সিনেমার কাজও।