বিনোদন ডেস্ক : ভারতের কালার্স টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস-টেন’র অন্যতম প্রতিযোগী লোপামুদ্রা রাউত। বিভিন্ন কারণে এরই মধ্যে সবার নজর কেড়েছেন তিনি।
এবার পোল ড্যান্স করে আলোচনায় লোপা। তার এ নাচ রীতিমতো ইন্টারনেটে ঝড় তুলেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস কর্তৃপক্ষ এবার প্রতিযোগীদের নির্বাচন করতে মজার একটি পদ্ধতি অবলম্বন করেছেন। এ পদ্ধতির নাম ‘ভাইরাল ভিডিও ফেভার’।
এতে প্রতিযোগীদেরকে দুই দলে ভাগ করা হয়। দুই দলনেতা হিসেবে রাখা হয় লোপা এবং বানীকে। এতে প্রতিযোগীদের তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে হয়। আর ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করবে বিগ বস। শুধু তাই নয় প্রতিযোগীদের এ ভিডিওর মাধ্যমে ‘বিগ বস’র বিশেষ অতিথি সানি লিওনকে খুশি করতে হবে। লোপার টিমকে একটি ক্লাব সেট আপ দেওয়া হয় এবং লোপা এতে পোল ড্যান্স করেন।
পরবর্তীতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কালার্স টিভির অ্যাকাউন্টে লোপার পোল ড্যান্সের একটি ভিডিওটি প্রকাশ করা হয় তারপরই তা ইন্টারনেটে ঝড় তোলে। অনেকেই লোপাকে সানি লিওনের সঙ্গেও তুলনা করছেন।
ভারতের নাগপুরের মেয়ে লোপা। ২০১৬ সালের মিস ইউনেইটেড কনটিনেন্টসের দ্বিতীয় রানার্স আপ তিনি।