লোহাগাড়ায় ২৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় পাচারের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত মো. বিল্লাল (৪০) কুমিল্লা নাঙ্গলকোট দুলখা বামভুঁইয়া বাড়ির বাসিন্দা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি মিনি ট্রাক থামায়। সেখানে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লালকে আটক করে।

ওসি জানান, জব্দকৃত ইয়াবাগুলোর মূল্য প্রায় ৭২ লাখ টাকা হবে। আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।