
আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্য ও উত্তর ইউরোপ। ঝড়ের আঘাতে জার্মানি, পোল্যান্ড ও চেকপ্রজাতন্ত্রে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে জার্মানিতে ৬৩ বছরের এক বৃদ্ধ রয়েছেন। ঝড়ের সঙ্গে আসা জলোচ্ছ্বাসে ভেসে গেছেন তিনি।দেশটির উত্তরাঞ্চলের রাজ্য মেকলেনবার্গ-ভরপোমারর্নে অবকাশযাপন করতে আসা ৪৮ বছরের এক নারী ও ৫৬ বছরের এক ব্যক্তি নৌযান উল্টে মারা গেছে।এছাড় চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে তিনজন। ঝড়টি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চেক প্রজাতন্ত্রে আঘাত হানে। চেক ও পোল্যান্ডে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলোচ্ছ্বাসে জার্মানির হামবুর্গ শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জার্মানির কোথাও কোথাও রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।