আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী হারিকেন ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও এর আশপাশের রাজ্যে ‘বিধ্বংসী তাণ্ডব’ চালাবে বলে সতর্ক করেছে দেশটির জরুরি সেবাবিষয়ক কেন্দ্রীয় সংস্থা (ফেমা)।
ফেমার প্রধান ব্রুক লং বলেছেন, ইরমা আঘাত হানার পর ফ্লোরিডার বেশ কিছু অঞ্চলে আগামী কয়েক দিন বিদ্যুৎ থাকবে না। এ রাজ্যের প্রায় ৫ লাখ লোককে বাড়ি খালি করে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
হারিকেন ইরমার আঘাতে এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, হারিকেন ইরমার শক্তি কিছুটা কমে এখন ৪ ক্যাটাগরিতে প্রবাহিত হয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এটি হারিকেনের সর্বোচ্চ চরম মাত্রা ৫ ক্যাটাগরিতে আঘাত হানে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, যেকোনো সময় চরম মাত্রায় পৌঁছাতে পারে ইরমা।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে বোরবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে ইরমা। ব্রুক লং বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের পুরোটাই ইরমার কবলে পড়তে পারে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন। এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষ সরে গেছে। রিক স্কট বলেছেন, ‘মনে রাখবেন, আমরা আপনার ঘরবাড়ি আবার বানাতে পারব কিন্তু আপনার জীবনকে নয়।’