আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী হারিকেন ম্যাথু আঘাত হেনেছে হাইতিতে।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি আঘাত হানে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে হারিকেন ম্যাথু হাইতির দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী হারিকেন। হারিকেন ম্যাথুর কারণে একজনের প্রাণহানি ঘটেছে।
হারিকেনের কারণে একটি ব্রিজ ভেঙে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। প্রায় ১০ হাজার লোক তাদের আশ্রয় হারিয়েছে। ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অনেক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে।
হারিকেনের প্রভাবে এরই মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে ‘জীবনের জন্য হুমকি’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। ম্যাথুর প্রভাবে জ্যামাইকায় ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। হাইতির ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি কিউবার দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের।
ইউনিসেফ বলেছে, ৪০ লাখ শিশুর ওপর এ হারিকেনের প্রভাব পড়তে পারে। তাদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
২০১০ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর এখনো হাজার হাজার মানুষ তাঁবুতে বসবাস করছেন। হাইতি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। দেশটির ১ কোটি ১০ লাখ মানুষের একটি বড় অংশ বন্যাপ্রবণ এলাকায় বাস করে।