
আলমগীর হোসেন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালক, অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকসহ সকলকে অবগত করলেও থেমে নেই অবৈধ ইমারত নির্মাণের কাজ।
অনুসন্ধানে বেরিয়ে আসে, রাজধানীর কিছু কিছু এলাকায় নামসর্বস্ব কোম্পানি খুলে শেয়ারিং কনসেপ্টের ব্যবসা করে যাচ্ছে। বনশ্রী মেরাদিয়া হাট সংলগ্ন টেকপাড়া জোন ৬/১ এলাকায় ফরাজি ল্যান্ডমার্ক লিঃ,ইকুইটি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিঃ,ঢাকার উত্তরার দক্ষিণখান এলাকায় মল্লিক বিল্ডার্স, শাহজালাল এন্টারপ্রাইজ উত্তরা দিয়া বাড়ি উইনস্টোন প্রোপ্রার্টিজ লিমিটেড, এ্যাচিভ করপোরেশন প্রাঃ লিঃ,নিকেতন ইন্জিনিয়ারিং লিমিটেড, আব্বাস সেলিম শেয়ারিং কনসেপ্টে এর জমির শেয়ার বিক্রেতা।
উল্লেখিত যাদের নাম দেয়া হয়েছে সবাই শেয়ারিং কনসেপ্টের মাধ্যমে জমির শেয়ার বিক্রি করে। একটি শেয়ারের মুল্য মেরাদিয়া টেক পাড়ায় ৪০ লক্ষ টাকা শেয়ারের পরিমাণ ৫০ টিরও বেশি জমির পরিমান ৮ থেকে ১০ কাঠা। উত্তরা দক্ষিণখানে শেয়ারের পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা জমির পরিমান ১৪ কাঠা শেয়ারের পরিমাণ ৭২ টি, উত্তরায় শেয়ারের মুল্য ৪০ লাখ টাকা জমির পরিমান ১০ কাঠা দিয়াবাড়ি একই অবস্থা।
এই সকল ব্যক্তিরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর নিয়ম কানুন আইনের তোয়াক্কা করেন না। স্থানীয় কোন সাংবাদিক এদের কে প্রশ্ন করলে এরা বলে এই কাজ আপনাদের নয়, আমরা রাজউক থেকে একেকটি বিল্ডিং এর প্ল্যানপাস করাতে ১০ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে দিয়ে থাকি। রাজউকের লোক দেখেও দেখবে না। তার একটি বাস্তব উদাহরণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর উত্তরা জোনের পরিচালক ২ মোবারক হোসেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অনেক ভালো ভালো কর্মকর্তা আছে যাদের নাম আমরা আগামী সংখ্যায় উপস্থাপন করবো।